শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৩:২৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সাদুল্যাপুর উপজেলার খোর্দ্দ রসুলপুর আবু হোসেন মন্ডলের ইটভাটা সংলগ্ন এলাকায় গত মঙ্গলবার সন্ধ্যায় সিএনজির ধাক্কায় আলমগীর হোসেন (৩৩) নামে
এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত আলমগীর হোসেন বনগ্রাম ইউনিয়নের খোর্দ্দ পাটানোছা গ্রামের মৃত কাশেম মেম্বরের ছেলে।
থানা ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় আলমগীর হোসেন মাদারগঞ্জ থেকে মোটরসাইকেল চালিয়ে সাদুল্যাপুর উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। এসময় সাদুল্যাপুর-মাদারগঞ্জ সড়কের খোর্দ্দ রসুলপুর আবু হোসেন মন্ডলের ইটভাটা সংলগ্ন এলাকায় পোঁঁছলে একটি সিএনজির সঙ্গে মটর সাইকেলটির থাক্কা লাগে। এতে মটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে ছিটকে পড়লে আলমগীর গুরুতর আহত হয়। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ৮টার দিকে আলমগীর হোসেন মারা যান।