সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৪:৩৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সাদুল্যাপুর উপজেলার বড় গোপালপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি মাহাবুব আলম (৪৫) কে গত রোববার রাতে গ্রেফতার করেন। তিনি ওই গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে। তার বিরুদ্ধে সাদুল্যাপুর থানায় রিসিভ নং-৬৮/২১, কোট প্রসেস নং-৯২/২১ একটি মামলা রয়েছে। উল্লেখ্য, র্যাব-১৩, সিপিসি-৩ (গাইবান্ধা) ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৭ লক্ষ ৬২ হাজার টাকার অর্থদন্ড সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী মাহবুব আলমকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে সাদুল্যাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
গতকাল সোমবার গাইবান্ধা র্যাব ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) জানান, প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।