শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সাদুল্যাপুর-মীরপুর সড়কের বড় জামালপুর তালেবের চাতালের পাশে গতকাল রোববার সকালে স্বামীর মোটর সাইকেল থেকে ছিটকে পরে স্ত্রী সাথী বেগম (২৩) মারা গেছেন। নিহত সাথী বেগম উপজেলার জামালপুর ইউনিয়নের আরাজী জামালপুর গ্রামের রমজান আলীর স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, দুই সন্তানসহ স্বামীর সঙ্গে মোটর সাইকেলে বসে বাবার বাড়ীতে যাচ্ছিলেন সাথী বেগম। কিন্তু ওই স্থানে একটি অটোভ্যানকে সাইট দিতে গিয়ে মোটর সাইকেল থেকে ছিটকে পড়েন সাথী বেগম। পরে তাকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।