শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সাদুল্যাপুর উপজেলা সদরে গতকাল বৃহস্পতিবার আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সাদুল্যাপুর উপজেলা কেন্দ্রীয় বারোয়ারি কালী মন্দির কমিটির আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আনন্দ শোভাযাত্রাটি গতকাল বৃহস্পতিবার মন্দির প্রাঙ্গন থেকে শুরু করে সাদ্যালাপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের চত্বর থেকে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসে আলোচনা সভায় মিলিত হয়। মন্দির কমিটির সভাপতি তরুণ চন্দ্র সাহার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক ও জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক দীপক কুমার পাল, শাহ ফজলুল হক রানা, আহসান হাবীব বাবু, মৃনাল কান্তি সরকার, বিবেকা নন্দ সরকার, লিটন চন্দ্র সরকার, পলাশ চন্দ্র সরকার প্রমুখ।