রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১১:৫২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা রেল ষ্টেশনের ৯০-৯১ রেল গেটের মধ্যবর্তি স্থানে গত শনিবার বিকালে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক পুরুষ (৪০) ব্যক্তি মারা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওইদিন বিকালে লালমনিরহাট থেকে সান্তাহারগামী পদ্মরাগ একপ্রেস ট্রেনটি নলডাঙ্গা রেল ষ্টেশন অতিক্রম করার সময় এ দূর্ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তিকে মানুষিক ভারসাম্য হীন বলে দাবী করেছে স্থানীয়রা। নলডাঙ্গা রেল ষ্টেশনের ৯১ নম্বর রেল গেটের গেটম্যান মহিবুল হাসান এই দূর্ঘটনার সত্যতা স্বীকার করেছেন। গাইবান্ধা রেলওয়ে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কোয়াকোবাদ বলেন এই দূর্ঘটনার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।