শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৯:০৯ পূর্বাহ্ন
ধাপেরহাট (সাদুল্লাপুর) প্রতিনিধিঃ সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নে গত শনিবারে পৃথক দুটি ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে । গত শনিবার সন্ধায় ওই ইউনিয়নের তরফপাহাড়ি জমিদার বাজারের মৃত মর মাউনের পুত্র রুহুল আমিন (৬৫) নিজবাড়িতে ছেড়া বিদ্যুতের তার জোড়া লাগানোর সময় অসাবধানতা বসত বিদ্যুত পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান। এ ঘটনায় সাদুল্যপুর থানা একটি ইউ,ডি মামলা দায়ের হয়েছে ।
অপরদিকে একই দিন সকালে যুগিবাড়ী গ্রামের আলমগীর হোসেনের ৬ মাসের নব বিবাহিতা স্ত্রী শাবনুর আকতার তার পিতার বাড়ী হরিপুর গ্রামে বাবলু মিয়ার বাড়ীতে গিয়ে কীটনাশক পান করে বাড়ীর লোকজন টের পেয়ে শাবনুরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। এলাকাবাসি জানান, পারিবারিক কলহের জের ধরে, শাবনুর তার পিতা বাবলু মিয়ার বাড়ীতে কীটনাশক পান করেন এবং দ্রুত তার স্বামী আলমগীর হোসেনের বাড়ীতে রওনা দেয়। এসময় আলমগীরের বাড়ীর লোকজন গুরুত্বর অসুস্থ শাবনুরকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। এ নিয়ে রংপুর কোতয়ালি থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।