শনিবার, ০৩ জুন ২০২৩, ১১:২৩ অপরাহ্ন
সাদুল্যাপুর প্রতিনিধিঃ সাদুল্যাপুর আইন শৃঙ্খলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নবীনেওয়াজ। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব, ভাইস চেয়ারম্যান এটিএম দিদারুল ইসলাম, ইসরাত জাহান স্মৃতি, থানা অফিসার্স ইনচার্জ মাসুদ রানা, চেয়ারম্যান শাহিন সরকার, এজেটএম সাজেদুল ইসলাম স্বাধীন, পুজা উদ্যাপন কমিটির সভাপতি প্রভাদ চন্দ্র অধিকারী, সাধারণ সম্পাদক কুশধ্বজ প্রামানিক, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাফিজার রহমান, সাধারণ সম্পাদক খোরশেদ আলম সহ উপজেলার কর্মকর্তা ও সকল ইউনিয়নের পুজা কমিটির সভাপতি ও সম্পাদক বৃন্দ। সভায় আইন শৃঙ্খলা, মাদক ও পুজা উদ্যাপন নিয়ে সার্বিক আলোচনা করা হয়।