সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৬:৩২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ ৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী শাহরিয়ার ইসলাম রাসেলের বিরুদ্ধে স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করায় মোঃ তরিকুল ইসলাম নয়নকে দল থেকে বহিস্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার গাইবান্ধা জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়। নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম নয়নকে গঠনতন্ত্রের ৪৭(১১) ধারা মতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে দল থেকে বহিস্কার করা হয়।