শুক্রবার, ০২ জুন ২০২৩, ১১:১৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সাদুল্লাপুরে নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন কৃষকলীগের সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য এ্যাড ঃ উম্মে কুলসুম স্মৃতি এমপি। গত ৫ মে উপজেলার বনগ্রাম ইউনিয়নের উত্তর মন্দুয়ার টুনিরচর ঘাঘট নদীর ভাঙ্গন কবলিত এলাকা এবং ভাঙ্গা বাঁধসহ প্রায় কয়েকটি গ্রাম ও পাড়া নদীপাড় পরিদর্শণ করেন। পরিদর্শন শেষে অবসর প্রাপ্ত ওসি আব্দুল হাই এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন শাহ ফজলুল হক রানা, মোখলেছুর রহমান, রায়হানুল হক, আঃ খালেক প্রমুখ। এসময় তার সাথে উপস্থিত ছিলেন এ্যাডঃ আনোয়ারুল আজীম, উপজেলা আ’লীগের সাবেক সদস্য রোটারিয়ান শহিদুল ইসলাম বাবলা, রুহুল আমীন জুয়েল, আসলাম হোসেন, হাসানুল হুদা রাশেদ প্রমুখ।
এমপি স্মৃতি পরিদর্শন শেষে নদী ভাঙ্গনে ভিটেমাটি হারানো পরিবারের মানুষের সাথে সুখ দুঃখের কথা ভাগাভাগি করেন ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।