রবিবার, ০৪ জুন ২০২৩, ১২:৩৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের সাতানি সাদেকপুর গ্রামকে শতভাগ উন্নত চুলা ব্যবহারকারি গ্রাম মডেল ভিলেজ হিসেবে ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোছাঃ রোখছানা বেগম। গতকাল উক্ত গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। পরে প্রধান অতিথি উক্ত গ্রামের প্রধান সড়কের ধারে মডেল ভিলেজ শীর্ষক একটি ফলোক উন্মোচন করেন এবং উন্নত চুলা ব্যবহারকারিদের বসতবাড়িতে চুলা ব্যবহার প্রত্যক্ষ করেন। উল্লেখ্য, বাংলাদেশের মধ্যে এই প্রথম একটি সাতানি সাদেকপুর গ্রামকে উন্নত চুলা ব্যবহারকারি মডেল ভিলেজ হিসেবে ঘোষণা করা হলো।
এ উপলক্ষে ওই গ্রামে ছিন্নমুল মহিলা সমিতির উদ্যোগে সংগঠনের নির্বাহী পরিচালক মোঃ মুর্শীদুর রহমান খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গণস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আমিনুল হক চৌধুরী, প্রাকটিক্যাল এ্যাকশনের শৈবাল বড়–য়া, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, বিটিভির জেলা প্রতিনিধি আবেদুর রহমান স্বপন, বাসস জেলা প্রতিনিধি সরকার শহিদুজ্জামান, সংরক্ষিত মহিলা মেম্বর রহিমা খাতুন, চুলা ব্যবহারকারি সেলিনা আকতার, রহিমা বেগম, ছাত্রছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন সীমা আকতার ও জনি শেখ। এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক নারী উপস্থিত ছিলেন।