সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৩:৫১ পূর্বাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলা হাসপাতাল কোয়াটার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আরিফুজ্জামান এবং মেডিকেল অফিসার ডাঃ আশেক মওলার শয়ন কক্ষ গতকাল সোমবার সকাল অনুমান ১০ টার সময় চুরি সংঘটিত হয়েছে। চোরেরা কক্ষের তালার প্যারাক ভেঙ্গে ভিতরে প্রবেশ করে উভয় কক্ষের আসবাব পত্র এবং বিছানা পত্র তছনছ করে মেডিকেল অফিসার আশেক মাওলার রুম থাকা ৫ হাজার টাকা চুরি করে নিয়ে য়ায়।
সূত্রে জানা যায়, পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আরিফুজ্জামান এবং মেডিকেল অফিসার ডাঃ আশেক মওলা সকাল সাড়ে ৯ টায় রুমে তালা লাগিয়ে অফিসে গেলে সেই সুবাদে চোরেরা সু-কৌশলে কোয়াটারে প্রবেশ করে উভয়ের শয়ন কক্ষে লাগানো তালার প্যারাক ভেঙ্গে কক্ষের ভিতর ঢুকে চুরি করে।