শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০২ অপরাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলা প্রশাসন ও সাঘাটা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে সাঘাটা হানাদার মুক্ত দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও পথযাত্রা অনুষ্ঠিত হয়।
সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তুহিন হোসেনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর। বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম বিপ্লব, সিনিয়র প্রকৌশলী ছাবিউল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার আবু সুফিয়ান, উপজেলা আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, বীরমুক্তিযোদ্ধা জেলা সাবেক ডেপুটি কমান্ডার গৌতম চন্দ্র মোদক, বীরমুক্তিযোদ্ধা উপজেলা সাবেক ডেপুটি কমান্ডার আজাহার আলী, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মন্ডল, নাট্যকার অশিত কুমার বাবলু পাল, বীরমুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, মাহাবুর রহমান মোহাব্বত, আব্দুল মান্নান, জাবেদ আলী, আবু বক্কর প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মানাধীন ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে এক মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।