সোমবার, ০৫ জুন ২০২৩, ০৫:৩১ পূর্বাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা বাজারস্থ হাসপাতালের পাশে হাজি মার্কেটে ফাহাদ টেলিকম এন্ড ইলেক্ট্রনিকস দোকোনের ২৭ টি মূল্যবান মোবাইল ও একটি ল্যাপটব গত মঙ্গলবার গভীর রাতে চুরি হয়ে গেছে। চোরেরা শার্টার বাকা করে কৌশলে দোকানের ভিতর প্রবেশ করে এসব মালামাল চুরি করে। এতে ওই দোকানের প্রায় ৪ লাখ টাকার মালামাল চুরি যায়। এঘটনায় পুলিশ ২ যুবককে আটক করেছে। এব্যাপারে দোকানের মালিক আতিকুর রহমান জুয়েল বাদি হয়ে ৭ জনকে আসামী করে সাঘাটা থানায় মামলা দায়ের করেছে। এঘটনায় এজাহার ভুক্ত রানা (১৯) ও নিহাত (২১) নামের দু’যুবককে পুলিশ আটক করেছে। এবিষয়ে মামলা তদন্তকারী কর্মকর্তা এস আই তফিজ উদ্দিনের সাথে কথা হলে তিনি দু’যুবককে আটকের কথা স্বীকার করে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করা হয়েছে।