সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৬:৫৭ পূর্বাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সিএনজির পথ রোধ করে এক ব্যবসায়ীর দেড় লাখ টাকাসহ যাত্রীর কাছ থেকে স্বর্ণলংকার, টাকা ছিনতাই, মারপিটসহ সিএনজি ভাংচুরের ঘটনা ঘটেছে। গত রোববার রাত অনুমান ৭ টায় সাঘাটা-গাইবান্ধা সড়কের সাঘাটা উপজেলার বিলবস্তা নামক স্থানে এ ঘটনা ঘটে। এব্যাপরে চন্দন বিশ্বাস নামের এক ব্যবসায়ী বাদী হয়ে ওই রাতেই ৩ জনকে আসামী করে সাঘাটা থানায় এজাহার দায়ের করেন। আসামীরা হলোঃ সাঘাটা উপজেলার কচুয়াহাট গ্রামের শ্রী ভক্ত রামের ছেলে শ্রী জনি (২১), একই গ্রামের কালিপদ বিশ্বাসের ছেলে শ্রী সুভাস চন্দ্র (২০), শ্রী পল্লাদ মিস্ত্রীর ছেলে শ্রী বিষু (৩০)।
এজাহার সূত্রে জানা যায়, পলাশবাড়ী উপজেলার বরিশাল গ্রামের মৃত গাদুরাম বিশ্বাস এর ছেলে ব্যবসায়ী চন্দন বিশ্বাস গত রোববার রাতে সাঘাটা উপজেলার কচুয়া হাট গ্রামে তার শ্বশুর নারায়ণ এর বাড়ী থেকে পরিবারের লোকজন নিয়ে পাবনা “ট” ১১-০০৬১ নং সিএনজি যোগে মোকামতলার উদ্যেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে সাঘাটা-গাইবান্ধা সড়কের বিলবস্তা নামক স্থানে পৌছামাত্র পিছন দিক থেকে মোটর সাইকেল যোগে তিন জন যুবক হাতে লাঠি, ধারালো অস্ত্রসহ এসে সিএনজিটির পথ রোধ করে সিএনজি চালক ও যাত্রীদের মারপিট করে আতংক সৃষ্টি করে সেই সুবাদে ছিনতাইকারীরা ব্যবসায়ী চন্দনের কাছে থাকা ১ লাখ ৫০ হাজার টাকা এবং রঞ্জনা রাণী নামে যাত্রীর গলার চেইন ছিনতাই করে। মামলার তদন্ত কর্মকর্তা এস আই কামরুজ্জামানের সাথে এব্যাপারে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ঘটনা তদন্ত করা হয়েছে।