সোমবার, ২৯ মে ২০২৩, ১২:৩৫ পূর্বাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটায় আব্দুল লতিফ (৩০) নামের এক যুবককে ৫২ পিস ইয়াবাসহ আটক করেছে সাঘাটা থানা পুলিশ। সে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বাহলাডাঙ্গা গ্রামের মৃত তমছের শেখের ছেলে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটা থানা পুলিশ পি.এস.আই রবিউল ইসলামের নেতৃত্বে গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে জুমারবাড়ী ইউনিয়নের চাঁনপাড়া গ্রামের ওয়াজেদ ভ্যারাইটিজ স্টোর দোকান ঘরের সামনে পাকা রাস্তার উপর নিজ দখলে রাখা ৫২ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
এ ব্যাপারে সাঘাটা থানা অফিসার ইনচার্জ বেলাল হোসেন জানান, অবৈধ মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে নিজের দখলে রাখার অপরাধে আটককৃত আব্দুল লতিফের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে গাইবান্ধা জেল হাজতে পাঠানো হয়।