বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৬:৩১ পূর্বাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ পুলিশ সুপার তৌহিদুল ইসলাম এর নির্দেশে সাঘাটা উপজেলাকে জুয়া, মাদক, ও সন্ত্রাস মুক্ত রাখার লক্ষে গত বৃহস্পতিবার দিবাগত রাতে সাঘাটা থানা বিচক্ষণ অফিসার ইনচার্জ মতিউর রহমান ও বোনারপাড়া ফারি থানা ইনচার্জ এনায়েত কবির এর নেতৃত্বে সাঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ জুয়ারুসহ নিয়মিত মামলার ৮ আসামি গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত জুয়ারু ৪ জন হলো-সাঘাটা উপজেলার পূর্ব টেপা পদুমশহর গ্রামের তারা মিয়ার ছেলে আজিদুল (২৮),
আসরাফ আলীর ছেলে রাসেল মিয়া, মৃত আজিজ খান এর দুই ছেলে, জোব্বার খান (৬৮) চান্দু মিয়া (৪৮) সাঘাটা থানা মামলা নং ১৪৩, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩০৭, ৩৮০, ৪২৭, ৫০৬, ১১৪, ৩৪ পেনাল কোট। এছাড়া নিয়মিত মামলার ৪ আসামি গুলো হলো, সাঘাটা উপজেলার জুমারবাড়ি ইউনিয়ন এর মেছট চরপাড়া গ্রামের আব্দুল বাকীর তিন ছেলে তাজেল, জলিল, তরিকুল, যার মামলা নং ৩২৮/৩৪।
অপর একটি নিয়মিত মামলার আসামি আব্দুল কাদের এর ছেলে এনামুল হক কে গ্রেফতার করেছে সাঘাটা থানা পুলিশ।