সোমবার, ২৯ মে ২০২৩, ১২:৩৮ পূর্বাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা থানা পুলিশ ২০ কেজি গাঁজা সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক কৃতরা হচ্ছে বগুড়া জেলার ধুনট উজেলার শিয়ালী মাছবাড়ী গ্রামের জহুরুল ইসলামের ছেলে কফিল উদ্দিন(২৮), শাহজাহানপুর উপজেলার বেতগাড়ী গ্রামের নজরুল ইসলামের ছেলে সিজু মিয়া (২৯) ও সাঘাটা উপজেলার মামুদপুর গ্রামের মৃত নজির হোসেনের ছেলে মুঞ্জুরুল ইসলাম (৫০)। সাঘাটা থানা অফিসার ইনচার্জ(তদন্ত) মশিউর রহমান জানান, গত বুধবার দিবাগত রাতে উল্লেখিত মাদক ব্যবসায়ীরা বস্তা ভর্তি গাঁজা একটি প্রাইভেট কার যোগে সোনাতলা থেকে জুমারবাড়ী আসার সময় বাজিতনগর এলাকায় পুলিশের টহল টিমের সন্দেহ হলে কারটি থামিয়ে তল্লাসি করে গাড়ীর ভিতর থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় উক্ত ৩ মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হলেও সুজন নামের এক ব্যবসায়ী পালিয়ে যায়। এব্যাপারে সাঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।