সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:০২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সাঘাটা উপজেলার বন্যা নিয়ন্ত্রন বাঁধের দু ধারের কয়েক কোটি টাকার বিভিন্ন প্রজাতির দুই হাজার গাছ কেটে নেওয়া প্রভাশালী কাঠ ব্যাবসায়ী আব্দুল হান্নানকে গ্রেফতার করেছে পুলিশ । গত ২ জুলাই পানি উন্নয়ন বোর্ডের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
গত ১ জুলাই আনন্দ টিভিতে সাঘাটার ডাকবাংলো হতে জুমারবাড়ী বাজার গামী বন্যা নিয়ন্ত্রন বাঁধের দু ধারে থাকা লাখ টাকা মুল্যের রেইন্ট্রী গাছ সহ বিভিন্ন প্রজাতির প্রায় দুই কোটি টাকার দুই হাজার গাছ কেটে ফেলার সংবাদ প্রচার করা হয় ।
পুলিশ গাছ কাটার ঘটনায় আবদুল হান্নানের জড়িত থাকার অভিযোগের সত্যতা নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করে ।