শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১০:০২ পূর্বাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলার দূর্গাপুর গ্রামে বিএডিসি গভীর নলকূপ ডিপ ম্যানেজারের সাথে জোগসাজস করে বিএডিসি কর্তৃক সেচ নীতিমালাকে তোয়াক্কা না করে রহস্যজনক কারণে ৪ জন সেচ পাম্প মালিককে অবৈধভাবে সেচ সংযোগ দেওয়ায় জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দায়ের। অভিযোগে প্রকাশ, সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের পশ্চিম দূর্গাপুর গ্রামের আব্দুস সামাদের পুত্র আশরাফুল একই স্থানের গোলজার রহমান, খলিলুর রহমান, আব্দুল করিম এদের মধ্যে কারো কারো কাগজে কলমে যে জমি দেখানো হয়েছে সেখানে সেচপাম্প না বসিয়ে ১শ ৩০ ফিটের মধ্যে সংযোগ নিয়ে তার জোড়া দিয়ে সেচপাম্প চালাচ্ছে। এদিকে একই গ্রামের মৃত আহমদ আলীর পুত্র রফিকুল ইসলাম জানান, আমি সেচ নীতিমালা মোতাবেক আবেদন করে দীর্ঘদিন থেকে ঘোড়াঘুড়ি করলেও উৎকোচ দিতে না পারায় অদ্যবদি আমার সেচ পাম্পের লাইসেন্স পাইনি। অন্যাদিকে উপরোল্লিখিত ব্যাক্তিরা বিএডিসি অফিসের কর্মকর্তাদের সেলামি দিয়ে অবৈধভাবে সেচ পাম্প চালিয়ে আসছে। নিরুপায় হয়ে রফিকুল ইসলাম গাইবান্ধা জেলা প্রশাসক, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের অভিযোগ করেন। সচেতন মহলের অভিমত বিষয়টি সরজমিনে তদন্ত করলেই থলের বিড়াল বেরিয়ে আসবে। এ ব্যাপারে বিএডিসি উপ-সহকারী প্রকৌশলী জানান, আমি সদ্য যোগদান করেছি। সময় হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।