সোমবার, ০৫ জুন ২০২৩, ০৬:০৭ পূর্বাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মথরপাড়া গুদামের ভিটা গ্রামে মৃত আব্দুল কুদ্দুসের ছেলে কৃষক তালিম উদ্দিন (৫৬) বুধবার সর্প দংশনে মারা গেছে।
বোরো ধানের জমির ইদুরের গর্ত বন্ধ করার সময় গর্তের ভিতর থেকে গোমা সাপ তার হাতে দংর্শন করে। এক ঘন্টা পর সে অসুস্থ হয়ে পড়লে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যেতে পথে মধ্যে তার মৃত্যু হয়।