শনিবার, ০৩ জুন ২০২৩, ১১:৫২ অপরাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা উপঝেলার চকদাতেয়া গ্রামের আশরাফ আলীর পুত্র অহিদুল ইসলাম উপজেলা কৃষি বিভাগের পরামর্শে সরিষা ফসলের আবাদ ও বীজ উৎপাদনে সফলতা অর্জন করেছে। তার এ সাফল্য দেখে স্থানীয় কৃষকদের মধ্যে উৎসাহ জেগেছে। জানা যায়, উপজেলার পদুমশহর ইউনিয়নের চকদাতেয়া গ্রামের আশরাফ আলীর পুত্র অহিদুল ইসলাম দীর্ঘদিনের স্বপ্ন ছিল উন্নতমানের সরিষা ফসল ফলানো এবং বীজ সংরক্ষন করে সরবরাহ করা। উপজেলা কৃষি অফিসার সাদেকুজ্জামানের পরামর্শক্রমে ও সহকারী কৃষি কর্মকর্তা ধীরেন্দ্রনাথের তত্ববধানে এবং তার কঠোর পরিশ্রমে ২০১৯/২০২০ইং অর্থ বছরে রবি মৌসুমে তিন বিঘা জমিতে উৎপাদিত বারি ১৪ এবং ১৭ সরিষার আবাদ ও পেকেট জাত করে বিক্রী করে ৫০ হাজার টাকা মুনাফা অর্জন করেছে। এছাড়াও তার উৎপাদিত বীজ রবি মৌসুমে স্থানীয় বিভিন্ন বাজারে চাহিদা বেড়েছে। অহিদুলের সংরক্ষিত বীজ নিয়ে চরঅঞ্চলসহ বিভিন্ন জায়গার কৃষকেরা সরিষার আবাদ করে সাফল্য অর্জন করেছে। অহিদুল ইসলাম জানান, আমি আধুনিক পদ্ধতিত্বে চাষ ও সুষম সার ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ প্রদান ও বালাই দমন এবং হাইব্রীড জাতের বীজ সরবরাহ নিশ্চিত করনের মতো কাজ করে যাচ্ছি। এবারের উন্নত জাতের বীজ নিয়ে সরিষার আবাদের পাশাপাশি গম, ভূট্টার চাষ করেছি। বিভিন্ন জাতের ফসল উৎপাদন করে এখন আমি সাবলম্বী । উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ সাদেকুজ্জামান জানান, আদর্শ কৃষক অহিদুলকে আমরা প্রনোদনাসহ উন্নত জাতের বীজ দিয়ে সহযোগীতা করে আসছি।