শনিবার, ০৩ জুন ২০২৩, ১১:২৬ অপরাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলার সমাজ সেবা অফিসারের বিরুদ্ধে এতিম খানার শিশুদের ভরনপোষনের বরাদ্দকৃত টাকা উত্তোলনে প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে উৎকোচ দাবীর অভিযোগ উঠেছে । লিখিত অভিযোগে জানাযায়, উপজেলার ১৩ টি বে-সরকারি এতিম খানার প্রতি শিশুদের জন্য প্রথমকিস্তি জুলাই ২০২১ থেকে ডিসেম্বর ২০২১ সাল পর্যন্ত ৪৬ লক্ষ ৪৪ হাজার টাকা বরাদ্দ হয়। স্ব-স্ব প্রতিষ্ঠান প্রধানরা উপজেলা সমাজ সেবা অফিসে গিয়ে তাদের এতিম খানার শিশুদের ভরনপোষনের বরাদ্দকৃত টাকা উত্তোলন করতে চাইলে সমাজ সেবা কর্মকর্তা প্রত্যেক প্রতিষ্ঠানের বরাদ্দকৃত টাকার শতকরা ১০ ভাগ উৎকোচ দাবী করেন। দাবীকৃত উৎকোচ দিতে অস্বীকার করলে তিনি বিভিন্ন অনিয়ম ধরার জন্য হুমকি দেয়। এ ব্যাপারে জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেছে বলে জানা গেছে। এ ঘটনায় সমাজ সেবা অফিসারের সঙ্গে কথা হলে তিনি জানান, প্রতিষ্ঠান প্রধানদের বিল উত্তোলনের ভাউচার গুলো সংশোধন করে আনার কথা বলায় এবং প্রতিষ্ঠান স্বরজমিনে তদন্তকরে বিল দিতে চাইলে তারা আমার বিরুদ্ধে অপ-প্রচার চালাচ্ছে।