রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১১:৪২ পূর্বাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ গত কয়েক দিনের হিমেল হাওয়া, ঘন কুয়াশায় সাঘাটা উপজেলায় জন জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ গুলো শীতে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।
হলদিয়া ইউনিয়নের পাতিলবাড়ী চরের আব্দুর রশিদ মন্ডল জানান, শীতের প্রকোপে আমরা ঘর থেকে বেড় হয়ে কোন কাজকর্ম করতে পারছি না। আমরা শীতে কষ্ট করলেও সরকারী বা বে-সরকারী ভাবে এ যাবৎ পর্যন্ত কোন মেম্বাদের তরফ থেকে শীতবস্ত্র পাই নি। অনেকে খরকুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।
এ ব্যাপারে হলদিয়া ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী প্রধান জানান, সরকারী ভাবে ৩০টি কম্বল বরাদ্দ পেয়েছি। যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।