বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৭ অপরাহ্ন

সাঘাটায় শীতের তীব্রতায় ছিন্নমূল মানুষেরা দিশেহারা হয়ে পড়েছে

সাঘাটায় শীতের তীব্রতায় ছিন্নমূল মানুষেরা দিশেহারা হয়ে পড়েছে

সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলায় হাড় কাপানো শীত জেকে বসেছে। শীতের তীব্রতায় ছিন্নমূল মানুষেরা দিশেহারা হয়ে পড়েছে। গত তিন দিন ধরে সারাদিন কুয়াশার চাদরে বন্দি থাকায় সূর্যের আলো চোখে পড়েনি। নি¤œবিত্ত ও মধ্যবিত্ত মানুষ গরম কাপড় কিনতে ভীড় করছে ফুটপাতের দোকানে। অপরদিকে দুস্থ ও দরিদ্র শীতার্ত মানুষ শীত বস্ত্রের অভাবে দূর্ভোগে পরেছেন। শিশু, দুস্থ ও দরিদ্র মানুষেরা খরকুটোয় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। শীতের তীব্রতা বাড়ার কারণে সন্ধা হলেই ফাঁকা হয়ে যাচ্ছে হাট বাজার। সন্ধার পর থেকেই শীতের তিব্রতা অনুভূত হওয়ার পাশাপাশি ঘন কুয়াশা পড়ছে এই অঞ্চলে। বাড়ছে শীত জনিত রোগের প্রাদুর্ভাব। উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন জাহাঙ্গীর জানান, দুস্থদের মাঝে বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ করা হচ্ছে। এছাড়াও উপজেলার ১০টি ইউনিয়নে চার হাজার ছয়’শ কম্বল চেয়ারম্যানদের মাধ্যমে বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com