বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৫ অপরাহ্ন

সাঘাটায় শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব পালিত

সাঘাটায় শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব পালিত

সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটায় শান্তিপূর্ণ পরিবেশে ৫৬টি মন্দিরে ঢাক-ঢোল বাজিয়ে শারদীয় দুর্গোৎসব পালন হয়েছে। উপজেলার বিভিন্ন মন্দিরে আর্থিক অনুদান প্রদান ও পরিদর্শন করেন, গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান সরকার, মুক্তিনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরশাদ আজিজ রোকন, পদুমশহর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌহিদুজ্জামান স্বপন, ভরতখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামছুল আজাদ শীতল, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক। এ সময় উপস্থিত ছিলেন, ভরতখালী সার্বজনীন কেন্দ্রীয় মন্দির সভাপতি অনন্ত কুমার দাস, সাধারণ সম্পাদক শম্ভু নাথ সাহা মিঠু, যোগীপাড়া মন্ডলবাড়ি সার্বজনীন শারদীয় দুর্গা মন্দির সভাপতি গৌতম চন্দ্র সরকার গৌড়, সাধারণ সম্পাদক বিমল চন্দ্র সরকার, মুক্তিনগর ইউপি সদস্য শামসুজ্জোহা সরকার সহ আরো অনেকে। গতকাল সোমবার দশমি দিনে পুঁজা বির্সজনে মধ্যে দুর্গোৎসবের সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com