শুক্রবার, ০২ জুন ২০২৩, ১১:৫০ পূর্বাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটায় লোকসানের মুখে মৃৎশিল্পীরা। বহুমুখী সমস্যা আর পৃষ্ঠপোষকতার অভাবে আজ সংকটের মুখে এই মৃৎশিল্প। গাইবান্ধা জেলার ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী সাঘাটা উপজেলার ঝাড়াবর্ষার পালপাড়া সহ বিভিন্ন স্থানে মৃৎশিল্পীদের বাসস্থান। এক সময় এ গ্রামগুলো মৃৎ শিল্পের জন্য খুবই বিখ্যাত ছিল। বর্তমান বাজারে আগের মতো মাটির জিনিসের চাহিদা না থাকায় এবং করোনা ভাইরাসের কারনে গ্রাম্য হাট বা মেলা না বসায় আর্থিক সংকটে ও লোকসানে মৃৎশিল্পীরা । এ ছাড়াও জ্বালানির মূল্য বেড়ে যাওয়ায় উৎপাদন ও বিক্রির সঙ্গে মিল না থাকায় প্রতিনিয়ত লোকসান গুনতে হচ্ছে। করোনার সময়গুলোতে সরকারিভাবে সহযোগিতার আশা করছে সাঘাটার মৃৎশিল্পীরা।