রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১০:৫৩ পূর্বাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে-রুরাল এমপ্লয়মেন্ট এন্ড রোড মেইনেটেনেন্স কর্মসূচী (আরইআর এমপি)-৩, প্রকল্পের আওতায় দুস্থ মহিলা কর্মী নিয়োগের জন্য উপজেলায় হলদিয়া ইউনিয়নসহ জুমারবাড়ী, ঘুড়িদহ ও কচুয়া ইউনিয়নে লটারী অনুষ্ঠিত হয়। হলদিয়া ইউনিয়নের অস্থায়ী কার্যালয় সহ উপজেলার স্ব স্ব ইউনিয়ন পরিষদ কার্যালয়ে লটারীর আয়োজন করা হয়। উক্ত লটারীর মাধ্যমে ১০জন কর্মী নির্বাচন করা হয়েছে। লটারী পরিচালনার সময় এলজিইডি গাইবান্ধার সহকারী প্রকৌশলী মোক্তাদির বিল্লাহ কৌশিক, ট্রেনিং অফিসার আমিনুর রহমান, সাঘাটা উপজেলা এলজিইডি-র কমিউনিটি অর্গানাইজার মিজানুর রহমান, হলদিয়া ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী প্রধান, রোস্তম আলী, আজাদ, মাহাবুবুর রহমান সহ সকল ইউপি সদস্য- সদস্যাগণ উপস্থিত ছিলেন। সাঘাটা উপজেলা প্রকৌশলী ছাবিউল ইসলাম জানান, দৈনিক মজুরী ভিত্তিক ৪ বছরের জন্য এসব মহিলা কর্মী নিয়োগ দেওয়া হবে। এবং দুস্থ নারী কর্মী নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতার জন্য সকল ইউনিয়নই লটারীর আয়োজন করা হয়।