সোমবার, ২৯ মে ২০২৩, ০১:০৪ পূর্বাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটায় যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পশ্চিম তীরে বিস্তৃত এলাকাজুড়ে নদী চর ও কাঁশবন। ঈদের ছুটিতে বেড়াতে আসছেন পর্যটকরা।
ঈদ আনন্দের একটি অংশ বিনোদন। কোথাও একটু ঘুরতে যাওয়া অনুভূতি মনকে প্রশান্তি দেয় খুব সহজেই। এবারে করোনা ভাইরাস এর কারণে সাঘাটায় একটিমাত্র বিনোদনকেন্দ্র গাইবান্ধা জেলা লকডাউন ঘোষণার পর থেকে বন্ধ রয়েছে।
ঈদ আনন্দ যেন কোনো বাঁধা মানতে নারাজ। শত শত লোকজন ছুটে যাচ্ছেন যমুনা নদী পাড়ে। প্রতিবছর ঈদের ছুটিতে উত্তরের ৮ জেলার লোকজন চরের নৌকা ভ্রমণ, কাশবনে সেলফি তোলাসহ আনন্দে মেতে ওঠেন। শিশু, কিশোর যুবক-যুবতীরা। তবে এবারে করোনা ভাইরাসের কারণে লোকসমাগম কম লক্ষ্য করা গেছে। ঘুরতে আসা পর্যটকরা এখানটায় একটি বিনোদন কেন্দ্র করার দাবি জানিয়েছেন সরকারের প্রতি।