সোমবার, ০৫ জুন ২০২৩, ০৭:০৯ পূর্বাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ যমুনা নদীর প্রবল স্রােতে সাঘাটা উপজেলায় ২ টি আশ্রায়ণ কেন্দ্রসহ প্রায় এক হাজার পরিবারের ঘরবাড়িসহ বসত ভিটা নদী গর্ভে বিলিন হয়ে গেছে। গৃহহারা পরিবারগুলো জমি না থাকায় এবং অর্থাভাবে বাড়ি-ঘর নির্মাণ করতে না পেরে বিপাকের মধ্যে রয়েছে।
সরেজমিনে খোজ নিয়ে জানা গেছে, যমুনা নদীর প্রবল স্রােতে সাঘাটা উপজেলার পাতিলবাড়ি, গাড়ামারা, সিপি গাড়ামারা, কানাইপাড়া, নলছিয়া, কালুরপাড়া, কুমারপাড়া, দীঘলকান্দি, হাটবাড়ি, মুন্সিরহাট, গোবিন্দি, উত্তর সাথালিয়া, দক্ষিণ সাথালিয়, চিনিরপটলসহ বিভিন্ন পয়েন্টে ব্যাপক ভাঙ্গন শুরু হয়েছে। অব্যহত ভাঙ্গনে হলদিয় ইউনিয়নের দীঘলকান্দি ও সাঘাটা ইউনিয়নেল উত্তর সাথালিয়া গ্রামের ২ টি আশ্রায়ণ কেন্দ্রসহ প্রায় এক হাজার পরিবারের ঘরবাড়ি বসত ভিটা নদী গর্ভে বিলিন হয়ে গেছে। সাঘাটা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট জানান, এবার যমুনা নদীর ভাঙ্গনে উত্তর সাথালিয়া আশ্রয়ণ কেন্দ্রসহ বিভিন্ন গ্রামের প্রায় ৪ শত পরিবারের ঘর-বাড়ি বসত ভিটা বিলিন হয়ে গেছে। হলদিয়া ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী প্রধান জানান, এবার বন্যা শুরু হওয়ার পর থেকে এই ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে শুরু হয়েছে। অব্যহত ভাঙ্গনে উত্তর দীঘল কান্দি আশ্রায়ণ কেন্দ্র সহ এ ইউনিয়নের প্রায় ৫ শতাধিক পরিবারের ঘর-বাড়ি বসত ভিটা বিলিন হয়েছে। এছাড়া ঘুড়িদহ ইউনিয়নের চিনিরপটল গ্রামে নদী ভাঙ্গনে প্রায় ৫০ পেিবারের ঘর-বাড়ি বসত ভিটা বিলিন হয়েছে। এই সব গৃহহারা লোকজনের বাড়ি-ঘর নির্মাণ করারমত জমি না থাকায় এবং অর্থাভাবে তারা বিপাকের মধ্যে থেকে দিনাতিপাত করছেন। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান, উপ-প্রকৌশলী রেজাউর রহমান রেজা, ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন।