সোমবার, ০৫ জুন ২০২৩, ০৫:৩০ পূর্বাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলার অডিটরিয়াম মিলনায়তনে গত রবিবার জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র আয়োজনে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মৌলিক সাক্ষরতা প্রকল্পের শিক্ষক ও সুপারভাইজারদের বুনিয়াদী প্রশিক্ষণের উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাডঃ ফজলে রাব্বী মিয়া এম.পি। উক্ত বুনিয়াদী প্রশিক্ষণ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাকিল আহম্মেদ এর সভাপতিত্বে ও উপজেলা উপানুষ্ঠানিক কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, সহকারী পরিচালক মেহেদী আখতার। বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী ছাবিউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান হাবীব, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজিজুল ইসলাম, উপজেলা আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন, ছিন্নমূল মহিলা সমিতির প্রধান নির্বাহী মুর্শিদুর রহমান, সহকারী প্রধান লিপন প্রমুখ।