শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:২৬ পূর্বাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা সমিতির আয়োজনে ২০১৯ ইং সালের এস,এস,সি এবং এইচ,এস,সি সমমান পরীক্ষায় সাঘাটা উপজেলার জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী সন্তানদের সংবর্ধনা দেয়া হয়েছে।
গতকাল বুধবার কচুয়া হাট উচ্চ বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার আলহাজ্ব অ্যাডঃ ফজলে রাব্বী মিয়া এমপি। সাঘাটা সমিতির সভাপতি আব্দুল মোত্তালিবের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার তারিকুল ইসলাম, গাইবান্ধা জেলা প্রাশাসক মোঃ আবদুল মতিন, অতিরিক্ত সচিব বিমান ও পর্যটন মন্ত্রানালয় ও সাঘাটা সমিতির সহ সভাপতি আইয়ুব হোসেন, গাইবান্ধা পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম তৌহিদ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিচালক (যুগ্ন সচিব) এস,এম, জাকির হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন জাহাঙ্গীর, বাংলাদেশ সমাজ সেবা কর্মচারী ফেডারেশনের সভাপতি ও সাঘাটা সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল ওয়ারেছ আলী, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল, উদয়ন স্বাবলম্বী সংস্থার নির্বাহী পরিচালক শাহাদত হোসেন মন্ডল, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন প্রমুখ। শেষে মাদক মুক্ত সমাজ গঠনে আমাদের করণীয় বিষয়ক সেমিনারে বক্তব্য রাখেন ডেপুটি স্পীকার।