শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০২:২৫ অপরাহ্ন
ভ্রামমান প্রতিনিধিঃ সাঘাটায় স্বাধীনতা ৭১ প্রজন্ম পুনর্বাসন সোসাইটি উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
সাঘাটা উপজেলার মুন্সীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় বরেণ্য অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব হুমায়ুন কবির ভূঁইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফাহিম আহসান খান, গাজীপুর কমিটির সাধারণ সম্পাদক আবু সালেক, সাঘাটা উপজেলা সভাপতি আমিনুল ইসলাম, যুব অধিকার পরিষদ আহবায়ক তৌফিকুর রহমান তোতা, ভরতখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারুক হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মন্ডল সহ আরো অনেকে। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ, গান ও মঞ্চ নাটক অনুষ্ঠিত হয়।