সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:১০ অপরাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলায় গত ১৭ আগষ্ট সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ক্যান্সার, কিডনি, লিভারসহ বিভিন্ন রোগের রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক ও পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন গাইবান্ধা সমন্বিত পল্লী দারিদ্র দূরীকরণ কর্মসূচির আওতায় আইজিএ ভিত্তিক প্রশিক্ষণ গ্রহণকারী উপকারভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ এবং মৎস অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন সাঘাটা-ফুলছড়ি আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন এমপি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসাহাক আলী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডঃ সামশীল আরেফিন টিটু, সাধারণ সম্পাদক নাসিরুল আলম স্বপন, সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা সামিউল ইসলাম, মৎস কর্মকর্তা এমদাদুল হক। এ দিন উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন সাঘাটা-ফুলছড়ি আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন।