শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৯ পূর্বাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলার বোনারপাড়া বাজারে নির্বাহী ম্যজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর এক অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল ২ ব্যবসায়ীকে জরিমানা ও অবৈধ কারেন্ট জাল জব্দ করে করেছেন।
গত রবিবার নির্বাহী ম্যজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর ভ্রাম্যমান আদালতে এক অভিযান চালিয়ে বোনারপাড়া বাজারে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ী চকদাতেয়া গ্রামের আব্দুল মালেকের পুত্র সোহেল রানার ৬ হাজার টাকা ও তেলিয়ান গ্রামের রফিকুল ইসলামের পুত্র রুহুল আমিনের ৩ হাজার টাকা জরিমানা করেছেন। প্রায় ৫০ হাজার টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়ে ফেলেছেন।
এ সময় বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এনায়েত কবীর, এসআই মোস্তাফিজার রহমান, দিলীপ কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।