রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১১:০৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সাঘাটা উপজেলার পুটিমারী মহিষবাতান এলাকার ভ্যান চালক মজিবর রহমানকে হত্যাকারী আতিয়ার রহমান টিক্কার ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাঘাটা উপজেলা ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সাঘাটার ভরতখালীতে সাঘাটা-গাইবান্ধা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে শতাধিক ভ্যান চালকসহ এলাকার শতশত নারী পুরুষ অংশ নেয়।
মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কাস পার্টির গাইবান্ধা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য মাসুদুর রহমান মাসুদ, সাঘাটা উপজেলা ভুমিহীন সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, সামছুল হক, সুজাউদৌলা সুজা, মজিবর রহমানের মেয়ে মর্জিনা বেগম প্রমুখ।