রবিবার, ০৪ জুন ২০২৩, ১২:৪৯ পূর্বাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলা ভূমি অধিদপ্তরের আয়োজনে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর বাস্তবায়নে উপজেলা পরিষদ মিলনায়তনে ২দিন ব্যাপী ভূমি আইন, ভূমি সেবা, ভূমি কর ও ই-মিউটেশন বিষয়ে সচেতনতা তৈরির উদ্দেশ্যে অর্ধ দিবস কর্মশালা অনুষ্ঠিত হয়।
গতকাল সোমবার সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর কবির। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিল আহম্মেদ, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন, ঘুড়িদহ ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভরতখালী ইউপি চেয়ারম্যান সামছুল আজাদ শীতল, উপজেলা ডেভলপমেন্ট ফ্যাসিলিলেটর মঞ্জুুল সামাদ, সার্ভেয়ার আকতার হোসেন প্রমুখ।