শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১০:০০ পূর্বাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটায় সরকারি রাস্তার উপর নির্মিত ব্রীজের মুখ বন্ধ করে দেওয়ায় জলমগ্ন হয়ে প্রায় এক’শ একর জমির ফসলহানীর আশঙ্কা করছেন কৃষকরা। এ থেকে র্দীঘদিনের পরিত্রানের দাবি এলাকাবাসির।
সরজমিনে গেলে এলাকাবাসী জানায়, সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের ভরতখালী- গেদার বাজার রাস্তার মান্দুরা সরকার পাড়া নামক স্থানে সরকারি রাস্তার উপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ( এলজিইডি) অর্থ্যায়নে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে একটি ব্রীজ নির্মাণ করা হয়। ব্রীজটি নির্মাণের ফলে অত্র এলাকার ইরি-বোরো সহ অন্যান্য আবাদ জলমগ্ন থেকে রক্ষা পেয়ে আসছিলো। এক পর্যায় মান্দুরা সরকার পাড়া গ্রামের জনৈক প্রভাবশালী মঞ্জুরুল ইসলাম ব্রীজটির মুখ মাটি ভরাট করে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেয়। এতে অত্র এলাকার ইরি-বোরো সহ অন্যান্য আবাদ সামান্য বৃষ্টির পানিতেই জলমগ্ন হয়ে নষ্ট হয়ে আসছে। মঞ্জুরুল প্রভাবশালী হওয়ায় প্রতিবাদ করার সাহস পায় না কেউ । নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক কৃষকের দাবি দ্রুত ব্রীজের মুখ খুলে দিয়ে মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশনা ( এক ইঞ্চি জমি যেন পতিত না থাকে) বাস্তবায়ন করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা।