শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৭ অপরাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার অসহায়, দুস্থ্য শীতার্ত ৫শ’ পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ব্যুরো বাংলাদেশ এর অর্থায়নে এবং এফএনবি গাইবান্ধা এর সহযোগীতায় উক্ত শীতবস্ত্র (কম্বল) বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাকিল আহম্মেদ, পদুমশহর ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামান স্বপন, উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, ব্যুরো বাংলাদেশ এর বিভাগীয় ব্যবস্থাপক এরশাদ আলম, আঞ্চলিক ব্যবস্থাপক মোতাহারুল ইসলাম, মোশারফ হোসেন, আলমগীর হোসেন, রওশন আলম রোলেক্স, উদ্দোক্তা গোপাল চন্দ্র প্রমুখ।