বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৬:৪৯ পূর্বাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে গত বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলোনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে আন্তজার্তিক নির্যাতন প্রতিরোধ কক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২১ইং উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষনে বাংলাদেশ কার্যক্রমের আওতয়া আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পবন কুমার সরকার। বক্তব্য রাখেন আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, সাঘাটা থানা অফিসার ইনচার্জ মতিউর রহমান, বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র ইনর্চাজ এনায়েত কবির, বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী, মহিলা বিষয়ক অফিস সহকারী শহিদুল ইসলাম, এসকেএস প্রতিনিধি উম্মে কুলসুম ইলা, লাভলী খাতুন, ব্র্যাক প্রতিনিধি নরেশ চন্দ্র প্রমূখ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদয়ন সাবলম্বী সংস্থার প্রতিনিধি মুন্নি আক্তার। অনুষ্ঠান শেষে শ্রেষ্ট ৫জন জয়িতাদের মাঝে ক্রেশ প্রদান করা হয়। ছবি সংযুক্ত।