বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৬:৪৫ পূর্বাহ্ন

সাঘাটায় বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার মাছ নিধন

সাঘাটায় বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার মাছ নিধন

সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলার চকচকিয়া বিলের পূর্বাংশ ব্যাক্তিগত মালিকানাধীন বিশাল জলাশয়ে বিষ প্রয়োগ করে দেশি বিভিন্ন প্রজাতির মাছ নিধন করা হয়েছে।
স্থানীয়রা জানায়, সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের চকচকিয়া বিলের দেশিও মাছ অত্র এলাকার লোকজনের অনেকাংশ মাছের চাহিদা পূরণ করে এবং দিন মজুর শ্রেনীর লোকেরা উক্ত বিলে মাছ ধরে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছিল। গত শনিবার জলাশয়টির পারে গিয়ে দেখা যায় বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠছে। কিছু দুষ্কৃতকারীরা প্রতিহিংসা বসত জলাশয়টিতে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার মাছ নিধন করে। তারা আরও জানান, বিগত দিনেও কয়েক দফা এরুপ বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছিল। উল্লেখ্য, শুকনো মৌসুমে উল্লেখিত জায়গায় ইরি- বোরো ধান চাষাবাদ করা হয়। সে সময়ও লোকচক্ষের আড়ালে অনেক ক্ষয়ক্ষতি করা হয়।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com