সোমবার, ২৯ মে ২০২৩, ০১:৫৪ পূর্বাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সাদা ছড়ির উন্নতি, দৃষ্টি প্রতিবন্ধীর অগ্রগতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস/২০২০ উপলক্ষে গতকাল র্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরন অনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়। উপজেলা মিলনায়তন হল রুমে সাঘাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু সুফিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন জাহাঙ্গীর।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, বাংলাদেশ কর্মচারী কল্যান সমিতির সমাজসেবা জেলা শাখা সভাপতি মোশারফ হোসেন রঞ্জু, মাসুদ পারভেজ, বাহারাম খান, শারমীন সুলতানা ও সঞ্চালনায় আবু জোবায়ের প্রমুখ। অনুষ্ঠান শেষে ২০ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, শ্রবণযন্ত্র, সাদা ছড়ি, হাটার ছড়ি, ওয়াকার উপকরণ বিতরণ করেন।