শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৩:১৭ অপরাহ্ন

সাঘাটায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু

সাঘাটায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু

সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক গৃহবধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার ঝইলতলা গ্রামের শ্রী আধাচরণের স্ত্রী শ্রীমতি কান্দিরী রাণী (৩০)। গতকাল বুধবার অনুমান ১২ টার সময় নিজ ঘরে বিদ্যুতায়িত হয়ে এই মৃত্যুর ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গৃহবধূ কান্দিরী রাণী তার ঘরে প্রবেশ করার সাথে সাথে বিদ্যুতায়িত হয়ে অজ্ঞান হয়ে পড়ে । পরে বিদ্যুৎ লাইন অফ করে সাথে সাথে উদ্ধার করে সাঘাটা উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এব্যাপারে গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতির বোনারপাড়া জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (কম) আব্দুল হালিম এর সাথে কথা হলে তিনি গৃহবধুর মৃত্যুর কথা স্বীকার করে বলেন পার্শ্ব সংযোগের তার নি¤œমানের হওয়ায় ঘরের টিনের সাথে ঘর্ষণ লেগে তার ফুটা হয়ে যাওয়ার কারণে ঘর বিদ্যুতায়িত হয় ফলে ঘরে প্রবশ করা মাত্রই বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়েছে।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com