সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১০:০০ পূর্বাহ্ন

সাঘাটায় বিদ্যুৎপৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

সাঘাটায় বিদ্যুৎপৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলার কালপানি গ্রামের শিক্ষার্থী নিরব বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে। জানা যায়, উপজেলার বোনারপাড়া ইউনিয়নের কালপানি গ্রামের ভ্যানচালক জহুরুলের পুত্র পঞ্চম শ্রেনীর ছাত্র নিরব (১১) গত শনিবার সন্ধায় কালপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ক্রীকেট খেলতে যায়। খেলা শেষে বিদ্যালয় সংলগ্ন আমগাছে আমপাড়তে গিয়ে বিদ্যালয়ের বারান্দায় বিদুতের তারে জড়িয়ে ঘটনা স্থলেই তার মৃত্যু ঘটে। এঘটনায় তার খেলার সাথীরা তার পরিবারের লোকজনকে খবর দিলে তারা ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে। নিহতের পিতা জহুরুল ইসলাম জানান, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কর্তব্যের অবহেলার কারনে আমার ছেলের মৃত্যুর হয়েছে। এব্যাপারে প্রধান শিক্ষক আব্দুল বাকীর সাথে যোগাযোগ করতে চাইলে তাকে পাওয়া যায়নি। বোনারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছিরুল আলম স্বপন জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরির্দশন করেছি। তবে বৈদ্যুতিক তারটি কেউ ইচ্ছাকৃতভাবে দিয়ে রেখেছে কি-না সেই বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। এব্যাপারে বোনারপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনর্চাজ রাকিব হাসান জানান, লাশ উদ্ধার করে গাইবান্ধার মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com