সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৪:০০ অপরাহ্ন
ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ সাঘাটায় উপ প্রকল্পের বাঁধ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করলেন উপজেলা প্রকৌশলী।
জানা যায়, সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের রাঘবপুর গ্রামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ডিপিও ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পে ২ কোটি ৪১ লক্ষ টাকা ব্যয়ে আলাই নদীতে বাঁধ, সুইস গেট নির্মাণ কাজ সম্প্রতি ত্রি-পক্ষীয় চুক্তি উদ্বোধন করেন, জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি। এ সময় তিনি বলেন, আলাই নদীর পাড় দিয়ে বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ সম্পন্ন হলে বোনারপাড়া ও পদুমশহর ইউনিয়নের কৃষকের ফসল বন্যায় তলিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পাবে। এলাকার সবাইকে এ কাজে সার্বিক সহযোগীতা করার আহবান জানান তিনি।
গত বুধবার সকালে বাঁধ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন উপজেলা প্রকৌশলী ছাবিউল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন, প্রকল্প বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক আফজাল হোসেন সহ আরো অনেকে।