রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১১:২৫ পূর্বাহ্ন

সাঘাটায় বন্যার ধবল কাটতে না কাটতেই আবারো যমুনায় ভাঙ্গন

সাঘাটায় বন্যার ধবল কাটতে না কাটতেই আবারো যমুনায় ভাঙ্গন

স্টাফ রিপোর্টারঃ সাঘাটায় তিন দফা বন্যার ধবল কাটতে না কাটতেই, আবারো যমুনা নদীতে ভাঙ্গন দেখা দিয়েছে। পানি কমার সাথে সাথে তীব্রতায় ব্যাপক ভাবে ভাঙ্গন শুরু হওয়ায়। নদী পাড়ে বসবাসরত পরিবার গুলো আতঙ্কে রয়েছে। নদীগর্ভে তলিয়ে যেতে শুরু করেছে সাঘাটা ইউনিয়নের ঘরবাড়ি ও ফসলি জমি। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড জরুরিভাবে বালুর জিও ব্যাগ ফেলানোর কাজ করছেন, এর পরও ভাঙন থামানো যাচ্ছে না। নদী ভাঙনে সর্বশান্ত হয়ে পরার উপক্রম হয়েছে মুন্সির হাট এলাকার ক্রসবাঁধে আশ্রিত দুই সহস্রাধিক পরিবার । পানি উন্নয়ন বোর্ড ভাঙ্গন ঠেকানোর জন্য এফ এফ ইন্টার প্রাইজ ঠিকাদারী প্রতিষ্ঠানকে প্রথম পর্য্যায়ে ৯ লক্ষ টাকা বরাদ্ধ দিয়েছে।
সকালে জি ও ব্যাগ ডাম্পিং কাজ উদ্বোধন করেন, টাস্কফোর্সের সহকারী প্রকৌশলী মহশিন আলী। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী আব্দুল মোতালেব, বোনারপাড়া সরকারী কলেজের উপাধাক্ষ্য ফারুকুল ইসলাম। এলাকাবাসী জরুরী ভিত্তিতে সাথালিয়া ক্রসবাঁধে ৭০০ মিটার এলাকায় ব্লক দিয়ে ডাম্পিং করে স্থায়ী কাজের দাবী জানান প্রধান মন্ত্রী শেখ হাসিনার নিকট।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com