শনিবার, ১০ জুন ২০২৩, ০৯:৪১ অপরাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে গতকাল বুধবার উপজেলা পরিষদ চত্বরে ২০২১-২২ অর্থ বছরে খরিপ-১/২০-২২-২৩ মৌসুমে উফশী আউশ ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রনোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরনের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাদেকুজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তৌহিদুল ইসলাম, উদ্ভিদ সংরক্ষন অফিসার ওয়ালিউর রহমান, সহকারী কৃষি সম্প্রসারন অফিসার সাজু মিয়া, হাবিজার রহমান প্রমুখ।