সোমবার, ০৫ জুন ২০২৩, ০৬:৪৪ পূর্বাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলার অনন্তপুর ফয়জার রহমান মন্ডল প্রতিবন্ধী ও অটিজম বিদ্যায়ের উদ্যোগে গতকাল সোমবার উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এম.পি’র দেওয়া কম্বল তার পক্ষে বিতরণ করেন বোনারপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ রাব্বী মিয়া। এ সময় গাইবান্ধা জেলা মহিলা লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্যা লুদমিলা পারভীন ছন্দা রাব্বী, প্রতিষ্ঠানটির সভাপতি মোজাম্মেল হক সরকার, প্রধান শিক্ষক আমিনুল ইসলাম রাশেদ, অনন্তপুর সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান সরকার, আ’লীগ নেতা রহিম উদ্দিন প্রধান, হাফিজার রহমান মন্ডল, স্বপন, উক্ত বিদ্যালয়ের শিক্ষক আবু সাঈদ, ছানা মিয়া, নারগিস বেগম, সাগরিকা বেগম, নাছরিন বেগম সহ অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মোট ১শ’ ৪৫ জন শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।