সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৩:৩২ অপরাহ্ন

সাঘাটায় প্রতিপক্ষ কর্তৃক বাড়িঘর ভাংচুর

সাঘাটায় প্রতিপক্ষ কর্তৃক বাড়িঘর ভাংচুর

সাঘাটা প্রতিনিধিঃ জমিজমা সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে সাঘাটা উপজেলার প্রতিপক্ষ কর্তৃক প্রতিবন্ধী আব্দুল কদ্দুস এর বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট, স্বর্ণালংকার, নগদটাকা সহ প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি সাধন করেন। এ ঘটনায় সাঘাটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে জানা যায় , সাঘাটা উপজেলার গাছাবাড়ি গ্রামের মৃত মোসলেম উদ্দিনের পুত্র আব্দুল কদ্দুসের সাথে একই গ্রামের এনতাজ আলী, আনসার আলী, রস্তম আলী, আতাউর রহমান, হাবিজার রহমান, আশিক ও সেলিম গংদের সাথে দীর্ঘদিন থেকে মামলা মোকদ্দমা চলে আসছে। ঘটনার দিন গত ২ আগষ্ট আনুমানিক দুপুর ১ টায় তারা ভাড়াটিয়া গুন্ডা সহ অতর্কিত ভাবে আব্দুল কদ্দুসের পৈতৃক ও কবলাকৃত ৩১ শতাংশ জমি যার খতিয়ান নং ২০৬, দাগ নং ৪১৮, নির্মাণ করা বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর লুটপাট করে। জীবন্ত গাছ কর্তন করে এবং বাক্সে থাকা এসকেএস থেকে নেয়া ঋণের ৮৪ হাজার, ব্রাক থেকে নেয়া ৫০ হাজার এবং ঘরে থাকা আরো নগদ ৫০ হাজার টাকা ও স্বর্ণালংকার সহ প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। এসময় আব্দুল কদ্দুসের স্ত্রী আনোয়ারা বেগম বাধা দিলে তারা তাকে জীবননাশের হুমকি দেয়। এ ঘটনায় আনোয়ারা বেগম বাদী হয়ে সাঘাটা থানায় একটি অভিযোগ দায়ের করলে সাঘাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com