শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০১:৪৫ অপরাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সোনালী আশেঁ সোনার দেশ, পরিবেশ বান্ধব বাংলাদেশ এই প্রতিবাদ্ধ্যকে সামনে রেখে সাঘাটা উপজেলায় উন্নত প্রযুক্তির নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন সম্প্রসারন পাট অধিদপ্তরের আয়োজনে গত বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে পাটচাষীদের প্রশিক্ষন কর্মসূচির অনুষ্ঠিত হয়। প্রশিক্ষন প্রদান করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন, জেলা পাট অধিদপ্তরের উপ-পরিচালক বেলাল উদ্দিন, সহকারী পরিচালক মোঃ সোলায়মান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাদেকুজ্জামান, পাট উন্নয়ন কর্মকর্তা মাজেদুল ইসলাম, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা জাকারিয়া প্রমুখ। প্রশিক্ষন শেষে ১শ ৫০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে পাটের উপকরন বিতরন করেন।