সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৬:৪৮ পূর্বাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলার দক্ষিণ যোগীপাড়া হুমায়ন কবীরের পলের পালায় কে বা কারা আগুন লেগে পুড়ে দেয় অল্পের জন্য আগুনের হাত থেকে বেচে যায় বেশ কয়েকটি বাড়ী। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন হয়। সরজমিনে গিয়ে জানা যায় উপজেলার সাঘাটা ইউনিয়নে দক্ষিণ যোগিপাড়া গ্রামে মৃতঃ ময়েজ উদ্দিন আকন্দের পুত্র হুমায়ন কবীরের বাড়ীর সামনে বিরাট পলের পালা দেয়। গত ৩০ ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক ১১ টায় কে বা কারা পরিকল্পিত ভাবে পলের পালায় আগুন লেগে দেয়া। পালার পার্শ্ববর্তী বাড়ীর মালিক আনোয়ার হোসেন টের পেয়ে আগুন আগুন করে চিৎকার করে । তার চিৎকারে পার্শ্ববর্তী লোকজন আসলেও আগুন নিভাতে চেষ্টা করে ব্যর্থ হয় পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। প্রতিবেশী শহিদুল ইসলাম জানান, নৌকার সমর্থকেরা মিছিল দিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবার হুমায়ন কবীর জানান আমি আনারস মার্কার সমর্থক বলেই কে বা কারা ইর্শ্বানিত হয়ে আমার এ ধরণের ক্ষতি করেছে।